বোগোটা শেরাটনের ন'তলায় গীতা ঘটক গেয়ে উঠলেন- চিরসখা হে। পৃথিবীটা নাকি ছোটো হতে হতে, কিন্তু তাই বলে কলম্বিয়া? যেই শোনে তারই চোখ ঠিকরে ব্রহ্মতালুতে ঠেকে। নিজের রহ্মতালুর দশাও একইরকম। উলুবেড়ে, মতিহারী, রামকিষ্টপুর বা কাশিমবাজার ছেড়েই দিলাম, এদানীং পায়রাডাঙার মাঠের পাশের চায়ের দোকানের মায়াবী বাঁশের বেঞ্চি থেকে আরও দূরে কোথাও যেতেই ইচ্ছে করে না। গেলেও মৃদু সেই সাইকেল রিক্শাগুলিই যেন দোসর থাকে। এহেন স্থবিরপ্রায় মানুষের কপালেই জোটে আটচল্লিশ ঘন্টার উড়ান! কলকাতা-দিল্লি-আমস্টার্ডাম-মেক্সিকো সিটি-বোগোটা- এ যাত্রা ডায়মণ্ডহারবার আর রানাঘাটটাই যা একটু কম পড়ল।
(ক্রমশঃ)
(ক্রমশঃ)
eTaa aar egobe naa?
ReplyDelete