Friday, November 11, 2011

১১ই নভেম্বর ২০১১

এক জানালা মায়া, ভাতের গেরস্থ মৌতাতে-
প্লাস্টিকজোচ্ছনা নামে আহাম্মকের রাতে।
ভাতের গন্ধ মিলিয়ে গেলে কখন ফাঁকতালে
তিনটে তারা ঝগড়া করে ফ্ল্যাটবাড়িটার চালে।
চাল ভরে যায় ধুলোয়, ধুলোয় ধুলপোকাদের ঘরে
একলা চাঁদের রেলিং চুঁইয়ে পলকা শিশির ঝরে।
ছা ঘুমাল, মা জুড়াল, জেগে থাকেন বাপে,
চোখের ঘরে চাঁদের ছায়া জ্বরের মতো কাঁপে।
চাঁদের ঘরে সবাই থাকেন, চান্দের ঘর কই?
হালের গরু বাঘ খেয়েছেন, পিঁপড়ে টানেন মই।






Thursday, August 18, 2011

ভাষাবন্ধন ডিসেম্বর ২০১০

আজকাল নাকি কাউকে কিছু পড়তে বলাটা গুরুতম অপরাধ। কিন্তু স্বভাবদোষ যাবে কোথায়?- ড্যালরাইম্পলকেও পড়তে বলেছি। ;-)

Saturday, March 26, 2011

২৭শে মার্চ ২০১১

জান‌লাগুলো স্থবির হয়ে গেলে
মনে হয় কিছু এক‌টা আসন্ন হয়ে এল-
আহাম্মক বিষাদও তখন পাশ ফিরে শোয়।
স্কাইস্ক্র্যাপারের মাথার লাল আলোতে
রাত্রির শুক্রাণু ঝরে,
অনন্ত মেশিনের জল ভাঙে
পুরুষানুক্রমে সঞ্চিত কাফনের উপর।
 ভুল হচ্ছে জেনেও লিখে যেতে হয়
অবসন্ন কোড এবং শিখে রাখা জপমন্ত্রগুলি,
যা ছাড়া আপাততঃ নিরুপায় ব্যক্তির কাছে
জানলার ফাঁক দিয়ে বহু নীচে অনেকটা জমি-
এই পড়ে আছে।