Friday, November 11, 2011

১১ই নভেম্বর ২০১১

এক জানালা মায়া, ভাতের গেরস্থ মৌতাতে-
প্লাস্টিকজোচ্ছনা নামে আহাম্মকের রাতে।
ভাতের গন্ধ মিলিয়ে গেলে কখন ফাঁকতালে
তিনটে তারা ঝগড়া করে ফ্ল্যাটবাড়িটার চালে।
চাল ভরে যায় ধুলোয়, ধুলোয় ধুলপোকাদের ঘরে
একলা চাঁদের রেলিং চুঁইয়ে পলকা শিশির ঝরে।
ছা ঘুমাল, মা জুড়াল, জেগে থাকেন বাপে,
চোখের ঘরে চাঁদের ছায়া জ্বরের মতো কাঁপে।
চাঁদের ঘরে সবাই থাকেন, চান্দের ঘর কই?
হালের গরু বাঘ খেয়েছেন, পিঁপড়ে টানেন মই।